সুনামগঞ্জে সবজি উত্তোলনে ব্যস্ত চাষীরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৪, ৩:০৮:৪০ অপরাহ্ন
শহীদনূর আহমেদ, সুনামগঞ্জ থেকে : শীতকালীন আগাম সবজি উত্তোলনে ব্যস্ত রয়েছেন সুনামগঞ্জের সদর, বিশ^ম্ভরপুর, দোয়ারাবাজারসহ বিভিন্ন উপজেলার সবজি চাষীরা। বাজারে দাম ভালো থাকায় ক্ষেত থেকে উত্তোলন করছেন আগাম জাতের বিভিন্ন প্রকারের সবজি। এতে লাভের আশা সংশ্লিষ্টদের।
এদিকে বাজারে শীতকালীন আগাম সবজি আসায় কমতে শুরু করেছে সবজির দাম। কিছুদিনের মধ্যে পুরোদস্তুর ক্ষেত থেকে সবজি উত্তোলন হবে বলে জানিয়েছেন চাষীরা। সরবরাহ বাড়লে সবজির বাজার আরও সহনশীল হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় সবজির উৎপাদন ভালো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জেলা কৃষিসম্প্রসার অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার জেলার ১২ উপজেলায় ১২ হাজার ৭৫৫ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির সবজির উৎপাদন হয়েছে। এর মধ্যে ৫ হাজার জমির সবজি হারভেস্টিংয়ের পর্যায়ে চলে আসছে। ইতোমধ্যে বাজারে আগাম জাতের শিম, টমোটো, মূলা, ডাঁটা, বরবটি, ফুলকপি, সিচিন্দা, লালশাক, লাউসহ বিভিন্ন প্রজাতির সবজি উত্তোলন করছেন কৃষকরা। আর সপ্তাহ দুয়েক পরে পুরোদস্তুর ক্ষেত থেকে সবজি উত্তোলন করতে পারবেন তারা। এবার বাজারে সবজির উচ্চ দাম থাকায় চাষীরা লাভবান হবেন বলে মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাষীরা জানিয়েছেন, মওসুমের শুরুতে বৃষ্টিপাত বেশি হওয়ায় বীজতলা নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা। কিন্তু চলতি সময়ে আবহাওয়া ভালো থাকায় জমিতে ফলন ভালো হয়েছে। সবকিছু ঠিক থাকলে ক্ষতি পুষিয়ে লাভের আশায় চাষীরা।
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা উপজেলার বেড়িগাঁও গ্রামের সবজি চাষী আব্দুল ওয়াদুদ। তিনি কলেন, এলাকায় যারা আগাম জাতের সবজি চাষ করেছিলেন তারা জমি থেকে সবজি উত্তোলন করছেন। আমি এবার বিভিন্ন প্রকারের সবজি চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় সবজির উৎপাদন ভালো হওয়ার আশা করছি।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘এবার সবজির ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে আগাম জাতের সবজি বাজারে আসতে শুরু হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের সকল ধরনের সহযোগিতা করছে। আশা করছি জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে।’