আলীয়া মাঠে ৩দিনব্যাপী মাহফিল শায়েখে চরমোনাই
ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৪, ৫:৪৬:৩৮ অপরাহ্ন
ডাক ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, ‘গত ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতের ৪৯টি গণমাধ্যমে অন্তত ১৩ টি বিষয় বাংলাদেশ নিয়ে ভুয়া খবর প্রচার করেছে। বিভেদ সৃষ্টি করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চক্রান্ত করছে। আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, সকলে সতর্ক থাকুন। ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার রাত ৯টায় সিলেট আলীয় মাদরাসা মাঠে ৩দিনব্যাপী মাহফিলের ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না।
তিনি ভারতীয় সকল টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবিসহ সিলেটের পাথর কোয়ারি খুলে দিয়ে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য অন্তর্বতী সরকারের প্রতি আহবান জানান। ভারতকে দেয়া মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি বাতিলের দাবি জানান তিনি।
শায়েখে চরমোনাই আরও বলেন, আদর্শ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম অব্যাহত থাকবে। আল্লাহ রাব্বুল আলামীন তার রাসূল(সা.) কে যেই নীতি ও আদর্শ নিয়ে পাঠিয়েছেন এই নীতি ও আদর্শপ্রতিষ্ঠা করতে হবে। ইসলাম দেশ ও মানবতার পক্ষে আওয়াজ তুললে বাতিল পালাতে বাধ্য হবে।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেছেন হাফিজ মাওলানা আব্দুল আউয়াল সাহেব পীর সাহেব খুলনা, মুফতী ওমর ফারুক সন্ধীপি, খলীফা আল্লামা শফী (র.)। মাওলানা লোকমান সাদী সভাপতি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিসদ হবিগঞ্জ জেলা, মাওলানা মঞ্জুর রশিদ আমীনি মুহতামিম দারুল হাদিস খেলাফত বিল্ডিং সিলেট। মাওলানা বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক উলামা মাশায়েখ আইম্মা পরিষদ প্রমুখ।