ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনতা আজ ঐক্যবদ্ধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৪, ৫:৪৮:২৪ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চেয়েছিল।
কিন্তু জনগণ তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। শেখ হাসিনার গদি হারানোতে সবচেয়ে বেশী কষ্ট পেয়েছে ভারত। কোন ষড়যন্ত্রে পা না দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ^র ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভারতীয় আগ্রাসন ও পতিত স্বৈরাচার কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিলের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও সাংগঠনিক সম্পাদক মিলাদ হোসেনের যৌথ পরিচালনায় স্থানীয় ভাদেশ^র মোকাম বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ আব্দুল গফুর, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, হাসান ইমাদ, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ।
বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, আনহার উদ্দিন, মাস্টার রিপন আহমদ, নুরুজ্জামান চৌধুরী, ওলিউর রহমান শামীম, ফখরুল ইসলাম, আব্দুল মান্নান, আবুল বাসার মানিক ও মনিরুজ্জামান মনই প্রমুখ। বিজ্ঞপ্তি