সীমান্তে বিজিবির অভিযান
কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৫:৫৯:০৬ অপরাহ্ন
![<span style='color:#000;font-size:18px;'>সীমান্তে বিজিবির অভিযান</span><br/> কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২ <span style='color:#000;font-size:18px;'>সীমান্তে বিজিবির অভিযান</span><br/> কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২](https://sylheterdak.com.bd/wp-content/uploads/2024/12/bgp-768x320.jpg)
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ ও ভারতীয় বিয়ারসহ দু’জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, দমদমিয়া, কালাইরাগ, শ্রীপুর, উৎমা, কালাসাদেক, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি ও ডিবিরহাওর বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শুটকি, স্কিন সাইন ক্রিম, নিভিয়া সফট ক্রিম, কমলা, গরু, ফেন্সিডিল এবং বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়।
এছাড়াও গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬৪/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদেশ্বর এলাকা থেকে দু’জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, বিছানাকান্দি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মো. আবুল হোসেন (২৭), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিলপার গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. মনছুর চৌধুরী (২৩)। এসব পণ্যের বাজার মূল্য ৯৭ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।
গতকাল রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।