ওয়ার্ল্ড ভিশনের শিক্ষাসামগ্রী পাচ্ছে সিলেটের ৪ হাজার শিশু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলায় ৪ হাজার শিশুর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন সিলেট এপি। সদর উপজেলার কান্দিগাঁও, হাটখোলা ও জালালাবাদ ইউনিয়নে এবং নগরীর ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা এসব শিক্ষা সামগ্রী পাবে। এর মধ্যে রয়েছে ৩৮ হাজার খাতা ও ৫৫ হাজার কলম।
গতকাল বৃহস্পতিবার শহরতলীর বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনূর রুবাইয়াৎ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনূর রুবাইয়াৎ বলেন, শিক্ষার উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন এর কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন এর কার্যক্রম আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মনাফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আহমদ আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন সিলেট এপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন বাড়ৈ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন সিলেট এপি’র প্রোগ্রাম অফিসার জাবির আহমদ নোমান, এন্থনিও রংদি, অশেষ রেমা, অদিতি পালমা, লজি মুখিন, সেতু রোজারীও, খিলচি নকরেক প্রমুখ।