ধর্মপাশায় মাদকবিক্রেতাকে দুই বছরের কারাদন্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ২:৫২:২০ অপরাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা দক্ষিণ সড়কেরহাটি গ্রামের বাসিন্দা মাদকবিক্রেতা বাবুল মিয়া (৫০) কে দুই বছরের সশ্রম ধর্মপাশায় মাদকবিক্রেতাকে দুই বছরের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত।
উপজেলার ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিছবাহ উদ্দিন আহমদ গতকাল সোমবার দুপুরে এই দন্ড দেন।
ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হলিদাকান্দা দক্ষিণ গ্রামের বাসিন্দা বাবুল মিয়া এ উপজেলার চিহ্নিত মাদকবিক্রেতা।
মাদক বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় একটি মামলা হয়।
এই মামলায় ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মাদকবিক্রেতা বাবুল মিয়ার উপস্থিতিতে গতকাল সোমবার দুপুরে এই ধর্মপাশায় মাদকবিক্রেতাকে দুই বছরের কারাদন্ড দেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় ১২টি মামলা রয়েছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার হলিদাকান্দা দক্ষিণ গ্রামের চিহ্নিত মাদকবিক্রেতা বাবুল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গতকাল সোমবার দুপুরে দুই বছরের সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তাকে ওইদিনই সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।