আহবায়ক সফিকুর রহমান চেয়ারম্যান, সদস্যসচিব আজিজুর রহমান আজিজ
টুকেরবাজার ইউনিয়ন বিএনপির কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৯:০৬:২৯ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে স্থানীয় চাতল বাজারে অনুষ্ঠিত কর্মিসম্মেলনে বিএনপির সদর উপজেলা শাখা সভাপতি মো: আবুল কাশেম নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
৬ নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো: সফিকুর রহমানকে আহবায়ক ও মো: আজিজুর রহমান আজিজকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হচ্ছেন- যুগ্ম আহবায়ক আবুল কালাম, মো: তাজ উদ্দিন, মখলিছুর রহমান, মুহিবুর রহমান ও মিজানুর রহমান। সদস্য হাবিজ মিয়া মেম্বার, মনু মিয়া, লাল মিয়া, মঈন উদ্দিন, ফজলু মিয়া (জাহাঙ্গীর নগর), ফজলু মিয়া (চাতলী বন্দ), সাইফুর রহমান, সামছু মিয়া, সিরাজ মিয়া, মোস্তফা মিয়া, আব্দুল হক, দেলোয়ার হোসেন, খলিল মিয়া, আনোয়ার হোসেন, সিরাজ মিয়া, শাহিন মিয়া, আলাল মিয়া, জাকির মিয়া, কামাল মিয়া ও আনা মিয়া। গঠিত ইউনয়ন কমিটিকে দ্রুততম সময়ে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।-বিজ্ঞপ্তি