শান্তিগঞ্জে বোরো ধান রোপণের ধুম, লক্ষ্যমাত্রা সাড়ে ২২ হাজার হেক্টর জমি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৯:২০:০০ অপরাহ্ন
মো: নুরুল হক, শান্তিগঞ্জ প্রতিনিধি : শান্তিগঞ্জে কৃষকেরা এখন বোরোর চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার সকল হাওরে বোরো আবাদের ধুম চলছে। ভোরের আলো ফুটতেই কোমর বেঁধে ফসলের মাঠে নেমে পড়ছেন কৃষকেরা।
সরেজমিনে দেখা গেছে, কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যার পাশাপাশি জমি চাষের কাজ চলছে পুরোদমে। আবার কোনো কোনো ক্ষেতে বোরো ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা। এই মুহূর্তে দম ফেলার ফুসরত নেই কৃষকদের। ইতোমধ্যে উপজেলার ৮টি ইউনিয়নের কৃষকেরা বোরো আবাদের জন্য তৈরি জমিতে ধানের চারা রোপণ শুরু করেছেন। এই কর্মযজ্ঞ চলবে আগামী ১৫-২০ দিন।
শান্তিগঞ্জ উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় , চলতি মৌসুমে শান্তিগঞ্জে ২২ হাজার ৬শ’ ১২ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোপণ করা জমির মধ্যে উন্নত ফলনশীল হাইব্রিড ও স্থানীয় ধান রয়েছে। এর মধ্যে হাইব্রিড ৮ হাজার ৫শ’ ১০ হেক্টর, উফশী ১৩ হাজার ৯শ’ ৯৯ হেক্টর ও স্থানীয় ১শ’ ৩ হেক্টর। যার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯৪ হাজার ৮শ ৫ মেট্রিকটন।
উপজেলার সুলতানপুর গ্রামের কৃষক রুশমত আলী জানান, এবার তিনি তিন একর জমিতে বোরো আবাদ করবেন। সে জন্য ১০ শতক জমিতে বীজতলা তৈরি করেছেন তিনি। ইতোমধ্যে এক একর জমির চাষ শেষ হয়েছে। দু-এক দিনের মধ্যেই চারা রোপণ করবেন।
জামলাবাজ গ্রামের কৃষক আব্দুল হক জানান, হাওরে একসঙ্গে বোরো আবাদ শুরু হওয়ায় কিছুটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ কারণে শ্রমিকের মজুরি অনেকটাই বেশি। তবে আশা করা যায়, এ অবস্থা বেশিদিন থাকবে না।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব বলেন, এই মুহূর্তে বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভালোভাবে তারা যাতে চারা রোপণ করতে পারেন এবং ভাল ফলন পেতে পারেন তার জন্য কৃষি বিভাগ নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি চলতি মৌসুমে বোরো চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।