মৌলভীবাজার সমিতি সিলেট’র নির্বাচন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৪, ৩:০১:২১ অপরাহ্ন
সিলেটে অবস্থানরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’ এর ২০২৫–২৬ সেশনের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সমিতির দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশন গত ৫ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যে একটি মাত্র প্যানেল বিক্রি হওয়ায় এবং একটি মাত্র প্যানেল জমা হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডা. আজিজুর রহমান গতকাল বুধবার সমিতির ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সহসভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ ও লায়ন শামীম আরা বেগম বেবী, সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক আলী ও এডভোকেট সাইফুর রহমান, অর্থ সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক একেএম ওয়াহিদুর রব জগলু, দপ্তর সম্পাদক অঞ্জন কুমার দাশ, প্রচার সম্পাদক প্রভাষক আবুল কাশেম, ক্রীড়া সম্পাদক মো.বাবুল সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব দুরুদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আবুল ফজল চৌধুরী , নির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন, মোহাম্মদ হাবীব আল নূর রাসেল, চৌধুরী এনায়েত মাওলা রাজু, মো. আব্দুল ওয়াহিদ ও মো. রইছ উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অপর দুই নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল খালিক ও এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায় দরগাহ গেইটস্থ শহিদ সোলেমান হলে মৌলভীবাজার সমিতি, সিলেট এর বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হবে। বার্ষিক সাধারণ সভায় সমিতির বিগত বছরের কাজের প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হবে।