অপরাধীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : পুলিশ কমিশনার
শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ২:৩১:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অপরাধীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মোঃ রেজাউল করিম। তিনি বলেন, অপরাধীদের কোন দল নেই। অপরাধীর পরিচয় অপরাধী। সিলেট নগরীতে যে কোন ধরণের অপরাধ দমনে পুলিশ শক্ত পদক্ষেপ নেবে।
গত শুক্রবার সন্ধ্যায় শেখঘাট শুভেচ্ছা যুব সংঘ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে সংঘের ৪ দিন ব্যাপী কর্মসূচির সমাপনী দিনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ছাড়াও সংঘের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বে সংগঠনের নব নির্বাচিত সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজ মকসুদুল আরেফীনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার নগরীতে অপরাধীদের ডাটাবেজ তৈরীর বিষয়টি পুনরুল্লেখ করে বলেন, কিশোর অপরাধীদের বিরুদ্ধে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। আমরা তাদেরকে কিছুটা সংশোধনের সুযোগ দিচ্ছি। সংশোধন না হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাবো। সিলেটে পর্যটকদের নিরাপত্তার বিষয়েও পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান। শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের প্রশংসা করে বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। এলাকায় মাদক নির্মূলসহ অন্যান্য কর্মসূচিতে পুলিশের পাশাপাশি এলাকার যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ তিনি কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম শিক্ষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে সিলেট ক্রমশ পিছিয়ে পড়ছে। এ অবস্থার উত্তরণে যুব সমাজকে ভূমিকা রাখতে হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌস বলেন, সিলেটের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে হবে। এজন্য শিক্ষার্থীদের এখন থেকেই উপযুক্ত করে গড়ে তুলতে হবে।
সংগঠনের সহ-সভাপতি এডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক ও সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের যৌথ উপস্থাপনায় আরোও বক্তব্য রাখেন শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী শফিক উদ্দিন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শাব্বীর আহমদ বাচ্চু, সাবেক সভাপতি মোঃ ফখর উদ্দিন, সাবেক সভাপতি মোঃ আব্দুল কাদির, সাবেক সভাপতি আবু হাসান, প্রতিষ্ঠাতা সদস্য জসিম উদ্দিন, উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল আলম, উত্তরণ ক্রীড়া চক্রের সভাপতি ও সমাজসেবী মাহবুবুর রহমান খালেদ, নব নির্বাচিত কার্যকরী কমিটির অফিস ও অর্থ সম্পাদক সাদমান হোসেন, সহ যুব ও ক্রীড়া সম্পাদক হাসিন মাসুদ, সহ মানব সম্পদ ও আইসিটি সম্পাদক বিশিষ্ট ছড়াকার আরাফাত মিহির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী গিয়াস উদ্দিন, সংগঠনের সহ সভাপতি ফয়েজুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাশেম, প্রতিষ্ঠাতা সদস্য কওছর উদ্দিন, ব্যবসায়ী হোসেন আহমদ, ব্যবসায়ী জুনেদ আহমদ, সাবেক সমাজসেবা সম্পাদক জহিরুল হক মাহমুদ, ইউএস বাংলা এয়ার লাইন্সের ফাস্ট অফিসার ফারহান চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক আব্দুল মালিক, সাবেক সহ সভাপতি শামীম আহমদ, সাবেক প্রচার সম্পাদক মাসুম আহমদ, সাবেক অর্থ সম্পাদক জুবায়ের আহমদ জুবের, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আমিক মাসুদ, সংগঠনের সাবেক সদস্য মোঃ আলীম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অন্ষ্ঠুান পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য আজমল হোসেন। প্রাণবন্ত এই অনুষ্ঠানে বৃহত্তর শেখঘাট এলাকার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে সুরমা সাংস্কৃতিক সংসদ এর পরিচালনায় দেশাত্ববোধক গান পরিবেশন ও জাতীয় অভিনয় শিল্পী বেলাল আহমদ মুরাদের পরিচালনায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল কাদিরের সৌজন্যে এক র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।