২৭ নং ওয়ার্ড বিএনপির শীতবস্ত্র বিতরণ
বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে : মুক্তাদির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ২:৫৭:৫২ অপরাহ্ন
![<span style='color:#000;font-size:18px;'>২৭ নং ওয়ার্ড বিএনপির শীতবস্ত্র বিতরণ</span><br/> বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে : মুক্তাদির <span style='color:#000;font-size:18px;'>২৭ নং ওয়ার্ড বিএনপির শীতবস্ত্র বিতরণ</span><br/> বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে : মুক্তাদির](https://sylheterdak.com.bd/wp-content/uploads/2024/12/muk-768x420.jpg)
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে বিএনপি সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়। আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন রাজনীতি। নতুন বাংলাদেশে বিএনপি সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারেক রহমান যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান রয়েছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগত সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে। মানুষের প্রত্যাশা ও আকাঙ্খা কি বুঝতে হবে। যুব সমাজের আকাঙ্খা কি তাও বুঝতে হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আরও কোনো সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতেও প্রস্তুত রয়েছে।
তিনি শনিবার নগরীর দক্ষিণ সুরমার আলমপুরে ২৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ এবং দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি আফজল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরওয়ার রেজা, কৃষি বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান জুবেদ, সদস্য মকবুল হোসেন, মঈন খান, বজলুর রহমান ফয়েজ প্রমুখ।
আরোও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য জমির মিয়া, সুহেল আহমদ, ২৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিছবাহ উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মোতাহির হোসেন জিহাদ, ফরিদ আহমদ, আব্দুল আলী, ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব নাকিব খান প্রমুখ।-বিজ্ঞপ্তি