গোয়াইনঘাট সীমান্তে নিহত সবুজের বাড়িতে মাতম দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৩:০৬:২৭ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: গোয়াইনঘাটের দমদমীয়া সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত যুবকের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে সবুজের লাশ বাড়িতে নিয়ে আসলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ঐদিন বাদ এশা পাহাড়তলী মসজিদে জানাজার নামাজ শেষে গ্রামের পঞ্চায়েতী কবরস্থানে লাশ দাফন করা হয়। সে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভীতরগুল পাহাড়তলী গ্রামের আবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি।
জানা যায়, গত শুক্রবার রাতে খাসিয়ার গুলিতে নিহত হন সবুজ মিয়া (২২)। ঐ রাতেই নিহত সবুজের সহযোগীরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে রাতেই গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম গুলিবিদ্ধ সবুজের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে দমদমীয়া সীমান্তের পাহাড়তলী এলাকা দিয়ে সবুজ ও তার সহযোগী কয়েকজন ভারতে খাসিয়ার বাগানে প্রবেশ করে। এতে বাগানের পাহরাদার খাসিয়াদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পরে সবুজ ও তার সহযোগীরা। একপর্যায়ে খাসিয়ারা সবুজের উপর ছররা গুলি ছুঁড়তে থাকে ও সাথে থাকা অন্য সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে ফিরে এসে তারা খাসিয়ার গুলিতে সবুজের মৃত্যুর কথা তার পরিবারকে জানায়। পরে পরিবারের সদস্যরা বিজিবি ও পুলিশকে অবহিত করে।