তিন বছর পর সিলেটে রাষ্ট্রীয় মর্যাদায় হারিছ চৌধুরীর দাফন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬:১৪ অপরাহ্ন
![তিন বছর পর সিলেটে রাষ্ট্রীয় মর্যাদায় হারিছ চৌধুরীর দাফন তিন বছর পর সিলেটে রাষ্ট্রীয় মর্যাদায় হারিছ চৌধুরীর দাফন](https://sylheterdak.com.bd/wp-content/uploads/2024/12/haris-bari-768x437.jpg)
অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীকে ঢাকায় দাফনের ৩ বছর দেহাবশেষ সিলেটে স্থানান্তর করা হয়েছে।
রোববার বাদ আসর কানাইঘাটে তার নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় দাফনের মাধ্যমে তার কবর স্থানান্তর করা হয়।
এর আগে হারিছ চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেট নগরের শাহী ঈদগাহে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোনাজাত করা হয়। এ সময় বক্তৃতা করেন মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ও হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী।
এ সময় হারিছ চৌধুরীর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমুখ।
বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন শাহজালাল দরগাহ মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা হুজায়ফা হোসাইন।
এর আগে শনিবার রাত আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সযোগে হারিছ চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন তার স্বজনরা।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে তারা সিলেট সার্কিট হাউজে এসে পৌঁছান। পরে সেখানে প্রশাসন ও জেলা এবং মহানগর বিএনপি অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিছ চৌধুরী মারা গেলে আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় মাদ্রাসায় দাফন করা হয়। পরবর্তীতে মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন করা হয়। পরে ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে লাশটি হারিছ চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে কানাইঘাটে দাফনের উদ্যোগ নেয়া হয়।