পলাতক পরিবারের গ্রেফতারের দাবিতে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
সিলেটে ৩০ বিনিয়োগকারীর ২০ কোটি টাকা আত্মসাত!
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ১:৩১:৫৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে এক প্রতারক পরিবার ব্যবসার নামে ৩০ জন বিনিয়োগকারীর নিকট থেকে ২০ কোটি টাকা নিয়ে পালিয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের কয়েকজনকে ব্যাংকে জামিনদার বানিয়ে ফাঁসিয়ে দিয়ে গেছে। ভুক্তভোগীরা প্রতারক চক্রটিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গতকাল রোববার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন দাবি জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট রায়নগর এলাকার বাসিন্দা সাইদুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সিলেটের মহাজনপট্টি এলাকার হোসেন এন্ড ব্রাদার্স এবং ফাহাদ এন্ড ফয়সল ট্রেডার্স নামের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন উপশহরের বাসিন্দা মোহাম্মদ হোসেন। পাশাপাশি টি কে গ্রুপের পুষ্টি কোম্পানীর পরিবেশক মোহাম্মদ হোসেনের ব্যবসায় তার তিন ছেলে হুমায়ুন মো. হোসেন, ফাহাদ মো. হোসেন, ফয়সল মোহাম্মদ হোসেন এবং ফাহাদ মো. হোসেনের শ্যালক আব্দুল আজিজ জড়িত ছিলেন। তারা তাদের ব্যবসায় বিনিয়োগ করার কথা বলে ৩০ জন বিনিয়োগকারীর নিকট থেকে ১৮-২০ কোটি টাকা ও তিনটি ব্যাংক থেকে আরও ১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে আত্মগোপনে চলে গেছেন।
তিনি উল্লেখ করেন, প্রতারকরা পালিয়ে যাওয়ার পূর্বে তিনটি ব্যাংকে জামিনদার হিসেবে কৌশলে তিনজন বিনিয়োগকারীকে ফাঁসিয়ে রেখে গেছেন। ব্যাংক থেকে প্রতারক পরিবারের সদস্যদের না পেয়ে এখন জামিনদারদের ঋণের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছে।
বিনিয়োগকারীরা এখন নিজেদের টাকা ফেরত পাওয়া তো দূরের কথা; ব্যাংকের ঋণের দায়ে কারাবরণ করার দুশ্চিন্তায় ভুগছেন। তিনি অভিযোগ করেন, মোহাম্মদ হোসেন ও তার ছেলেরাই শুধুই নয়; পরিবারের মহিলারাও প্রতারণায় জড়িত। ব্যবসার কথা বলে মোহাম্মদ হোসেনের স্ত্রী মোছা. রেহেনা বেগম, ফাহাদ মো. হোসেনের স্ত্রী শামীমা খান বিভিন্ন জনের কাছ থেকে টাকা-পয়সা লেনদেন করতেন। আত্মগোপনে চলে যাওয়ার দুইদিন আগে একজন বিনিয়োগকারীর প্রায় আড়াই লাখ টাকা দামের দুইটি মোবাইল ফোন নিয়ে গেছে প্রতারক ফয়সল মো. হোসেন। মোহাম্মদ হোসেন তাদের জমিজমা বিক্রি করে ফেলেছেন বলেও তারা জানতে পেরেছেন। তাদের উপশহরের বাসায় সাইনবোর্ড ঝুলিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে। প্রতারণার বিষয়ে এরই মধ্যে তারা একাধিক মামলা দায়ের করেছেন বলে জানান তিনি। প্রতারক পরিবারের সদস্যদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী রোহান আহমদ, সঞ্জীব পাল প্রমুখ।