শাবিতে পোষ্য কোটা বহাল, শিক্ষার্থীদের ক্ষোভ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৭:১৬:০৭ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পোষ্য কোটা বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থীরা।
গতকাল বুধবার প্রকাশিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে দেখা যায় শাবিপ্রবি প্রতি বছরের ন্যায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২০ টি পোষ্য কোটাসহ ১০৫ টি আসন বহাল রেখেছে কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য। তবে এবারও কোটায় আসন বহাল রাখার কারণে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান যে অনগ্রসর গোষ্ঠী কোটা ব্যতীত অন্যান্য কোটা বাতিল করতে হবে।
কোটায় আসন বহাল রাখা বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, অনগ্রসর জাতির জন্য কোটা ব্যতীত অন্য সব কোটা বাতিলের জন্য ২ হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে ও ৫০ হাজারের ও বেশি মানুষ পঙ্গুত্ববরণ করার পরও শাবিপ্রবি প্রশাসন ভর্তিতে কোটা রেখেছে এর তীব্র নিন্দা জানাই। সাথে সাথে শাবিপ্রবি প্রশাসনকে বলতে চাই অতি দ্রুত এইসব কোটা বাতিল করে পুনরায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবত পোষ্য কোটা বাতিল, সেমিস্টার ফি ও ক্রেডিট ফি কমানো নিয়ে দাবি জানিয়ে আসছি কিন্তু প্রশাসনের নিকট হতে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। তিনি আরো বলেন, শাবিপ্রবি ক্যাম্পাসে অনগ্রসর জাতির জন্য কোটা ব্যতীত অন্য কোন কোটার ঠাঁই হবে না।
কোটা বহাল রাখা বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করিম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কোটা রাখা হয়নি।এখানে কোটার মাধ্যমে কোন মেধাবী বৈষম্যের শিকার হবে না। বিশ্ববিদ্যালয়ে যে কোটা রাখা হয়েছে এটা মেধাবীদের আসন ছাড়া অতিরিক্ত আসন। ফলে, আমাদের বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের পূর্বে গৃহীত কোন সিদ্ধান্ত হঠাৎ করে পরিবর্তন করা যায় না।
উল্লেখ্য, অনগ্রসর গোষ্ঠীর কোটা ব্যতীত পোষ্য কোটাসহ অযৌক্তিক সকল কোটা বাতিলের দাবিতে ১০ নভেম্বর সংবাদ সম্মেলন ও ১১ ডিসেম্বর মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।