দিরাই-শাল্লায় তারেক রহমানের ৩১ দফা নিয়ে পাবেল চৌধুরী মাঠে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৮:৪১ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে দিরাই-শাল্লায় মাঠে নেমেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
৩১ দফা নিয়ে তিনি সুনামগঞ্জ-২ আসনের দিরাই ও শাল্লা উপজেলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মশালা, সমাবেশসহ সিরিজ কর্মসূচি পালন করে যাচ্ছেন।
এসব কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ লোকজন অংশ গ্রহণ করেন। তার কর্মসূচি হাওরাঞ্চলের দুই উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে।
তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে গত রোববার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধনপুর মাদরাসার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। এতে দিরাই উপজেলা বিএনপি ও স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন ।
এছাড়াও গত ৬ জানুয়ারি দিরাই উপজেলা গণমিলনায়তন হলে ৩১ দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩১ দফার বিভিন্ন দিক নিয়ো আলোচনায় অংশ গ্রহণ করেন দিরাই সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, জগদল কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বদিউজ্জান, সিলেটের জালালাদাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আজওয়াদ কাইয়ুম ( নাফী)।
এদিকে, শাল্লা উপজেলা গণমিলনায়তন হলে গত ৫ জানুয়ারি অনুরূপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালা’য় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও দিরাই-শাল্লা আসনে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
কর্মশালায় ৩১ দফা নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন শাল্লা সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বিশ্বনাথ দাস, শাল্লার শহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম, চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মিল হক। কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
শাল্লা উপজেলার আটগাও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত ১৫ জানুয়ারি বুধবার স্থানীয় ইয়ারাবাদ বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক – সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। সমাবেশে দিরাই ও শাল্লা উপজেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের পিতা আব্দুস শহীদ চৌধুরীও বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দিরাই শাল্লায় বিএনপিকে সংগঠিত করেন। ছিলেন আমৃত্যু সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি।
এডভোকেট তাহির রায়হান চৌধুরী জানান, পিছিয়ে থাকা অবহেলিত জনপদ দিরাই শাল্লার উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আগামীতে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাতে হবে। এজন্যে তিনি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।-বিজ্ঞপ্তি