জান্নাত পেতে হলে ক্বলবকে ইবলিসমুক্ত করতে হবে : পীরে তরিকত ড. মুশতাক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ১১:০০:৪৫ অপরাহ্ন

পীরে তরিকত আল্লামা ড. মুশতাক আহমদ বলেছেন, জান্নাত পেতে হলে ক্বলবকে ইবলিসমুক্ত হরতে হবে। মানুষের চূড়ান্ত গন্তব্য হলো জান্নাত। আল্লাহ পাক মানুষের ঘর হিসেবে জান্নাত তৈরি করে সেই ঘরের দায়িত্ব নিজের কাছে রেখেছেন। মানুষের চিরশত্রু ইবলিসকে আল্লাহ জান্নাতে স্থান দেননি। তিনি মানুষকে জান্নাতে শত্রুমুক্ত করে দিয়েছেন। আল্লাহ নিজের জন্য ঘর তৈরি করেছেন মানুষের ক্বলব। এই ক্বলব দিয়েছেন মানুষের দায়িত্বে। মানুষ আল্লাহর ঘর ক্বলব থেকে আল্লাহর শত্রু ইবলিসকে বের না করলে একদিন আল্লাহর কাছে লজ্জিত হবে হবে। যে ক্বলব ইবলিসমুক্ত নয়, সেই ক্বলবে আল্লাহ আসেন না।
শনিবার (২৫ জানুয়ারি) জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার ৩৬ তম বার্ষিক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুপুর দুইটা থেকে মধ্যরাত একটা পর্যন্ত চারটি অধিবেশনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সৈয়দপুর শামছিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু আলী, সিলেটের শামীমাবাদ মাদরাসার মুহতামীম মাওলানা সৈয়দ শামীম আহমদ, সৈয়দপুর দরগাহ মসজিদের কোষাধ্যক্ষ হাজী সৈয়দ খায়রুল ইসলাম।
মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী ও মাওলানা আজিজুর রহমান আরেফীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন মাদরাসার নির্বাহী মুহতামীম মাওলানা মুহিবুর রহমান। সম্মেলনে বার্ষিক প্রতিবেদন ও আগামী বছরের বাজেট পেশ করেন মাদরাসার মুহতামীম সৈয়দ মুমিন আহমদ মবনু।
প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ প্রখ্যাত মুফাসসিরে কোরআন মুফতি আব্দুল কুদ্দুস ফারুকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা কবি ফরীদ আহমদ রেজা, মুফতি আবুল হাসনাত জকিগঞ্জী, শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, মুফতি শাহ আব্দুল হক নবীগঞ্জী, বায়তুল আমান জামে মসজিদের খতিব কারী মাওলানা মুখতার আহমদ ও জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদ, শিক্ষা সচিব হাফিজ মাওলানা আফতাবুজ্জামান হেলাল।
সম্মেলনে বক্তব্য রাখেন সৈয়দপুর দারুল হাদীস মাদরাসার সিনিয়র মুদাররিস মাওলানা মুফতি সৈয়দ শামীম আহমদ, মাওলানা আমিনুল ইসলাম রাজু, হাফিজ মাওলানা শিব্বীর আহমদ, মাওলানা জুনায়েদ আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ হাবিব সালেহ, হাফিজ মাওলানা সৈয়দ মুনাইম আহমদ, মাওলানা সৈয়দ আবিদ সরদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন লন্ডন সৈয়দপুর সমিতি সভাপতি সৈয়দ জিল্লুল হক, সাবেক সভাপতি পীর আহমদ কুতুব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর টাইটেল মাদরাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা মইনুল ইসলাম, খলিফায়ে সাইয়িদ মাহমুদ মাদানী সৈয়দ সাইদুল হক, ইংল্যান্ডের সান্ডারল্যান্ড জামে মসজিদের সভাপতি সৈয়দ মইনুল ইসলাম।
সম্মলনে বিভিন্ন পর্বে কোরআন তেলাওয়াত করেন হাফিজ ওয়াজিদুর রহমান, মুহাম্মদ জাহিদুল ইসলাম, সৈয়দ আহমদ আসমিত, আব্দুল্লা আল মাহদি, হাফিজ তসলিম আহমদ এবং ইসলামি সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী মাসুম বিল্লাহ। -বিজ্ঞপ্তি