সুবিধিাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সহযোগিতা পেলে সুবিধাবঞ্চিত শিশুরাও দেশের জন্য গড়ে উঠবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৫, ২:৪৬:৪৬ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সুবিধাবঞ্চিত শিশুরা দেশের সম্পদ। তারা অবহেলা-অনাদরে বেড়ে ওঠে। এ কারণে তারা মানবেতর জীবনযাপনে অভ্যস্ত হয়ে যায়। সার্বিক সহযোগিতা পেলে তারাও দেশের জন্য সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস শাখার আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. ফারদিন হোসেনের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুরা চা বাগানের ভেতরে সেজুতি রেস্টুরেন্টের পাশে চা বাগানের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জুনেদ আহমদ, আব্দুর রহিম, মাহফুজুর রহমান রাসেল, নুরুন্নবী জুম্মান, সহ আরো বিএনপি ও অঙ্গসংগঠনসম‚হের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজনে রাজনৈতিক ব্যাক্তি ছাড়াও আরো উপস্থিত ছিলেন রাফনাস আবিদুর রহমান, ফাহাদ শাহরিয়ার, শাহরিয়ার হোসাইন ঈবাদ, রিশাত রহমানসহ অনেকেই। মো. ফারদিন হোসেন অনুভূতি প্রকাশ করে বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের ভবিষ্যত। তাদেরও শিক্ষা অর্জনের অধিকার রয়েছে। তারা যাতে দেশের জন্য সম্পদ হিসেবে বেড়ে উঠতে পারে, সেই জন্য নিজের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।