ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৫ দিন ব্যাপি রিফ্রেসার্স কোর্সের উদ্বোধন
‘বৈষম্যমুক্ত দেশের প্রত্যাশিত নাগরিক গঠনে প্রশিক্ষিত ইমামরা ভূমিকা রাখছেন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১:৫৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, বৈষম্যমুক্ত বাংলাদেশের প্রত্যাশিত নাগরিক গঠনে ইমাম ও খতিবরা ইতিবাচক প্রভাব তৈরি করছেন। ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে তারা দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছেন। তারা দ্বীনি কর্মকান্ডে নেতৃত্বদানের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজে সচেনতা সৃষ্টি করে যাচ্ছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) নগরীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে সাত জেলার ইমামদের ৫ দিন ব্যাপি রিফ্রেসার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলাসহ কিশোরগঞ্জ, ভ্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার নির্বাচিত একশো’ ইমাম অংশ নেন।
সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের কম্পিউটার প্রশিক্ষক মুবিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহমুদুল হাসান আরও বলেন, প্রশিক্ষিত ইমামরা দেশে স্বাক্ষরতা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে অসামান্য অবদান রেখেছেন। করোনাকালে সন্তানরা যখন মা-বাবার ফেলে দৌড়াচ্ছিলো, ইমামরা তখন সেই লাশ দাফনকাফনে এগিয়ে এসে মানবিকতার নজির স্থাপন করেছেন।
সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং দৃষ্টিভঙ্গির কাঙ্খিত পরিবর্তনের মাধ্যমে যুগোপযোগী নেতৃত্ব গঠন করে মসজিদগুলোকে মসজিদে নববীর আলোকে গড়ে তোলাই রিফ্রেসার্স কোর্সের লক্ষ্য। তিনি ইমামদের পক্ষ থেকে সরকারের কাছে তিনদফা দাবী উপস্থাপন করেন। তিনি বলেন, সরকার কর্তৃক অনুমোদিত মসজিদ পরিচালনা নীতিমালাকে আইনের পরিণত করা, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে ব্যাংকে রূপ দেওয়া এবং প্রতিটি মসজিদে গণশিক্ষা কার্যক্রম চালু করা সারাদেশের ইমামদের দাবী।