'সুস্থ প্রজন্ম গড়তে সন্তানদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে'
দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের বৃত্তি পেল ৭৪ শিক্ষার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১:৪২:৪৬ অপরাহ্ন

বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ॥ সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর শিক্ষাদানের প্রতি শিক্ষকদের আরো আন্তরিক হবার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি অভিভাবকদের মোবাইল নামক যন্ত্র থেকে সন্তানদের দূরে রাখতে হবে। তবেই, আমরা একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে পারবো।
গতকাল রোববার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাউশী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউ.কের উদ্যোগে উপজেলার দশঘর ইউনিয়নের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মোঃ তানবীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। ট্রাস্টের স্থানীয় কো-অর্ডিনেটর শিক্ষক মোঃ আব্দুল আহাদ ও মোঃ আব্দুল কাইয়ুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক ফারুক আহমদ, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আসাদুজ্জামান, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউ.কের ট্রেজারার মোঃ সেলিম আহমদ, ইসি মেম্বার মোঃ আব্দুল তাহিদ, ট্রাস্টী মোঃ ফারুক মিয়া, মোঃ তৈয়বুর রহমান হুমায়ুন,মোঃ মখন মিয়া, মোঃ নুরুল আমিন রুহুল, মোঃ আব্দুল হামিদ, মোঃ হামদু মিয়া, মোঃ সোনা মিয়া, মোঃ আব্দুল আহাদ, মোঃ ইয়াওর আলী, মোঃ লাল মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী মামুন আকবর প্রবাসীদের বৃত্তি বিতরণের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় সাপোর্ট দেবার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সিরাজুল ইসলাম শিক্ষাক্ষেত্রে সিলেটের বিদ্যমান পশ্চাদপদতা কাটিয়ে উঠতে প্রবাসীসহ সকলকে এগিয়ে আসার পরামর্শ দেন। তিনি প্রবাসীদের এ অঞ্চলে প্রবাসীদের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বক্তারা এ এলাকার কৃতি সন্তান গ্রন্থাগার আন্দোলনের পথিকৃৎ ও আল-ইসলাহ সম্পাদক মরহুম মুহম্মদ নুরুল হকের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবু তালহা আহবাব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক নোমান উদ্দিন, সংগঠক ও শিক্ষানূরাগী সেলন মিয়া, রুহেল মিয়া, কামরুল ইসলাম, সেলিম মিয়া, জাহেদ আহমদ, আলী আকবর ও ইমাদ উদ্দিন।
প্রসঙ্গত, বিগত প্রায় ২৫ বছর ধরে দশঘর ইউনিয়নে শিক্ষার প্রসারে ও আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখছে। এবার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে নগদ ২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৪৮ হাজার টাকা বিতরণ করা হয়।