লিডিং ইউনিভার্সিটিতে প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান ভুঁইয়ার যোগদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০:১১ অপরাহ্ন

ডাক ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান ভুঁইয়া লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগে যোগদান করেছেন। তিনি আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করবেন। ড. মোহাম্মদ কামরুজ্জামান ভুঁইয়া সর্বোচ্চ ডিগ্রিধারী গবেষক ও অধ্যাপক হিসেবে একজন সমাদৃত শিক্ষাবিদ।
লিডিং ইউনিভার্সিটিতে যোগদান করায় তাকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। এসময় তারা বলেন, লিডিং ইউনিভার্সিটিতে তাকে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত। তার জ্ঞান ও অভিজ্ঞতায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমৃদ্ধ হবেন এবং তার একাডেমিক শিক্ষা ও গবেষণালব্দ জ্ঞান লিডিং ইউনিভার্সিটি আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
লিডিং ইউনিভার্সিটিতে যোগদানের পূর্বে ড. মোহাম্মদ কামরুজ্জামান ভুঁইয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি, বিতরণ এবং মানুষের সকল সৃজনশীল কর্মযজ্ঞের সূতিকাগার উল্লেখ করে প্রফেসর ড. মো. কামরুজ্জামান ভুঁইয়া বলেন, শিক্ষক ও ছাত্রসমাজ একে অপরের পরিপূরক। সুশিক্ষা প্রদানের লক্ষ্যে আমাদের যত্নশীল ও নিষ্ঠাবান ভূমিকা এই বিশ্ববিদ্যালয়কে অচিরেই একটি আধুনিক, যুগোপযোগী ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠে রূপান্তরিত করবে। তিনি বলেন, গ্রামীণ মনোরম পরিবেশে বৃহত্তর সিলেটের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠা ড. রাগীব আলীর অনন্য আধুনিক শিক্ষা বিপ্লবকেই নির্দেশ করে। এ বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে সগৌরবে দাঁড়িয়ে থাকা ভাষা আন্দোলনের স্মৃতিবাহী সুবৃহৎ শহীদ মিনার বাঙালি জাতির অপরাজেয় স্বকীয়তাকেই প্রদর্শন করছে। লিডিং ইউনিভার্সিটি পরিবারের একজন সদস্য হতে পেরে আমি আনন্দিত। আমার দায়িত্ব পালনে ট্রাস্টি বোর্ড, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি।
কর্মজীবনে প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান ভুঁইয়া ২০০২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি পরিসংখ্যান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৬ সাল হতে উক্ত বিভাগে অত্যন্ত সুনামের সাথে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবনে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচ এস সি পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ হতে অনার্স এ প্রথম শ্রেণিতে প্রথম এবং মাস্টার্স এ প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ‘ঝসধষষ অৎবধ ঊংঃরসধঃরড়হ ড়হ ঈযরষফ ঘঁঃৎরঃরড়হ’ এর উপর ২০১৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ইতিমধ্যে তার ৪০টি গবেষণাকর্ম বহুল প্রচারিত জার্নালে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ও সংস্থা থেকে প্রকাশিত হয়। তিনি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন কনফারেন্স ও সেমিনারে অংশগ্রহণ করেন।