জগন্নাথপুরে ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনিকে সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪:৪২ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুরে ব্রিটিশ বাংলাদেশী হুজহু, সাপ্তাহিক বাংলা মিরর ও অনলাইন পোর্টাল ‘সিলেট মিরর’ এর সম্পাদক এবং জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা আব্দুল করিম গনিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম অনলাইন পোর্টালের উদ্যোগে পোর্টালের প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে জগন্নাথপুর টুয়েন্টিফোর এর উপদেষ্টা জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও জগন্নাথপুর টুয়েন্টিফোর এর সম্পাদক অমিত দেবের পরিচালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন হুজহু’র সম্পাদক প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সংবাদ এর সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আহমাদ সেলিম, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, সিনিয়র রিপোর্টার এনামুল হক রেনু, দৈনিক আমার দেশ এর সিলেট অফিসের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট ভিউ’র রিপোর্টার কামরুল ইসলাম মাহি, জগন্নাথপুর প্রেসক্লাব কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক আলী আহমেদ, কালবেলা প্রতিনিধি গোবিন্দ দেব, আজকের পত্রিকা প্রতিনিধি জুয়েল আহমেদ, মানবজমিন প্রতিনিধি সুমিত রায়, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের রিপোর্টার রুম্মান মিয়া প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা অক্ষুন্ন রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। আমি পারিবারিক অর্থ দিয়ে ট্রাস্টের মাধ্যমে সমাজের হতদরিদ্র বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছি। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে চাই। তিনি সাংবাদিকদের ঐক্য বজায় রেখে পেশাদারিত্ব মর্যাদা অক্ষুন্ন রেখে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক বলেন, আব্দুল করিম গনি একজন প্রতিভাবান গুণী মানুষ। তিনি ব্রিটেনের মতো দেশে মর্যাদার সাথে সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে মাতৃভূমির টানে দেশে এসে মানবকল্যানে কাজ করে যাচ্ছেন যা সত্যিই প্রশংসনীয়। আমরা তাঁর কৃতকর্মের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।