খেলাফত মজলিসের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
‘ফ্যাসিবাদের রেশ থাকা পর্যন্ত জাতীয় ঐক্য মজবুতভাবে ধরে রাখতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৪৭:৩৬ অপরাহ্ন

ডাক ডেস্ক : খেলাফত মজলিসের মহাসচিব প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেছেন, রক্তের নদী ও হাজার হাজার প্রাণ বিসর্জনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট হটানোর বিজয়কে ধরে রাখতে হবে। এর সুফল অর্জনের জন্য এখন সব দেশপ্রেমিক দল ও জনগঠকে সজাগ থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা বহুপ্রাণ ও রক্তে অর্জিত এই বিপ্লব নস্যাত করতে বারবার ফণা তোলার অপচেষ্টা করছে। ফ্যাসিস্টদের বিষ ও শিকড়ের মূলোৎপাটনে এই মুহূর্তে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিকল্প নেই।
খেলাফত মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। রাজনীতিক, শিক্ষাবিদ, আলেম, পেশাজীবী ও সাংবাদিকদের নিয়ে বুধবার সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকের আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, বিএনপি সিলেট মহানগরী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরী সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, খেলাফত মজলিস কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান, শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ, মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি প্রিন্সিপাল মুহিবুর রহমান, খেলাফত মজলিসের সিলেট জেলা সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস।
সিলেট মহানগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ড. কাদের আরো বলেন, ‘৫ আগস্টের ঐতিহাসিক বিপ্লবে স্বৈরাচার-খুনীর বিরুদ্ধে যে নজিরবহীন ঐক্য গড়ে উঠেছিল, মাত্র ৬ মাসের ব্যবধানে সেই দলকেও বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জালালাবাদ ইমাম সমিতি সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, দারুল আজহার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মনজুরে মাওলা, ওলামা ফোরামের আহবায়ক মওলানা ওলীউর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমেদ, সিলেট মহানগর সহ সভাপতি শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, কে এম আবদুল্লাহ আল মামুন, আনোওয়ারুল ইসলাম, ডা. ফয়যুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানি, মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, মাওলানা গোলাম রাব্বানী প্রমুখ।