সিলেটে সুধী সমাজের সাথে মতবিনিময়কালে মাহমুদুর রহমান
‘দেশদ্রোহিতার জন্য মোমেনকে গ্রেফতার করুন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১:৫৬:৩১ অপরাহ্ন

ডাক ডেস্ক ॥ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য মোমেন ভারতে গিয়ে নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছিল। শুধু তাই নয়, ভারত বাংলাদেশ সম্পর্ককে স্বামী স্ত্রীর সম্পর্ক হিসেবে তুলনা করেছিলেন মোমেন।
গতকাল রোববার সন্ধ্যায় সিলেটের সুধীজনের সাথে মতবিনিময় কালে তিনি এ দাবি জানান। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মজলুম সম্পাদক মাহমুদুর রহমান আরো বলেন, সিলেটের জনগণ বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী। জুলাই বিপ্লবে সিলেটবাসীর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলেও তার মন্তব্য।
তিনি বলেন, সিলেটের সাংবাদিক এটিএম তুরাবসহ ১৯ জন জুলাই বিপ্লবে শহীদ হয়ে বীরত্বের ইতিহাস রচনা করেছেন। তবে, সিলেটে গর্ব করার মতো অনেক মানুষের মতো কিছু মানুষ আছে যাদের কথা বললে লজ্জায় মাথানত হয়ে যায়। এদেরই একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। দেশদ্রোহী হিসেবে তাকে এখনই গ্রেফতার করে বিচার করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
সিলেটবাসীর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমার দেশ শিগগিরই সিলেটের নানা শ্রেণী পেশার বিশিষ্টজনকে নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করবে।
আমার দেশ সিলেট-এর ব্যুরো চীফ খালেদ আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ডক্টর এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
মতবিনিময়ে অংশ নেন-প্রকৌশলী মহিউদ্দিন আহমদ, সিলেট সিটি করপোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জামায়াতের জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, পেশাজীবি পরিষদ সিলেটের আহ্বায়ক ডাক্তার শামিমুর রহমান, শাবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো: আব্দুল কাদির, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জিল্লু, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক আব্দুল কাদের তাপাদার, ইউকে প্রবাসী সৈয়দ হাসান, আবৃত্তিকার সালেহ আহমদ খসরু, ব্যবসায়ী হিজকিল গুলজার, নারী নেত্রী সামিয়া বেগম চৌধুরী ও রেহানা আফরোজ খান প্রমুখ।
মতবিনিময় সভায় শুরুতে কোরআন তেলোয়াত করেন আতাউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমারদেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী।
রায়হানের মায়ের সাক্ষাৎ
রোববার সন্ধ্যায় সিলেটে সুধী সমাবেশে বক্তব্য রাখছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তখন ছেলে হত্যার ন্যায় বিচার পেতে সম্পাদক মাহমুদুর রহমানের সহযোগিতা কামনা করেন রায়হানের মা। কান্নারত মাকে শান্ত¦না দেন মাহমুদুর রহমান। ২০২০ সালে সিলেটের বন্দর বাজার পুলিশ ফাড়িতে বর্বর নির্যাতনে নিহত হয় রায়হান।