সিলেটের পলাতক এডিশনাল এসপি আক্তারকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২:১১:২২ অপরাহ্ন

ডাক ডেস্ক ॥ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অফ বাংলাদেশ (পুসাব) এর একটি প্রতিনিধি দল গতকাল রোববার সিলেট রেঞ্জের ডিআইজি মো মুশফেকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা চানখারপুলের গণহত্যার নায়ক পলাতক এডিশনাল এসপি আক্তারুল ইসলাম বিপুলকে গ্রেফতারের দাবি জানান। তারা এ পুলিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিল ও ৭২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতারের দাবি জানান।
এ সময় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অফ বাংলাদেশ (পুসাব) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো শাহাজুল ইসলাম, সংগঠনের সিলেট চ্যাপ্টারের সদস্য তাহমিদ রহমান ফাহাদ আলোচনায় অংশ নেন। আলোচনায় সিলেটের সমসাময়িক আইনশৃঙ্খলার বিষয় উঠে আসে।