৪১ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা
সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন জেনারেল ওসমানী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২:৫৬:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ লাভে অসামান্য অবদান রেখেছেন ওসমানী। জেনারেল ওসমানীকে বাদ দিলে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে। তারা বলেন, মুক্তিযুদ্ধ ও জেনারেল ওসমানী একসূত্রে গাঁথা। তিনি ছিলেন রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও মূল্যবোধের এক অনন্য প্রতীক। আজকের দিনে বঙ্গবীর ওসমানীর মত দেশপ্রেমিক মানুষের বড়োই প্রয়োজন।
বক্তারা আরো বলেন, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী শুধুমাত্র একজন সাহসী সেনানায়কই ছিলেন না, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক নেতা। তাঁর সংগ্রামী জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের শেখায় কিভাবে একটি জাতি নিজেদের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠা করতে পারে। তাঁর অবদান আমাদের জাতির ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা জেনারেল আতাউল গণি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করার দাবি জানান।
সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি : জেনারেল (অব:) মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪১ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল রোববার সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে জেনারেল এমএজি ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে জেনারেল ওসমানীর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওসমানী যাদুঘর : ওসমানী যাদুঘরের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. মোখলেসুর রহমান।
ওসমানী স্মৃতি ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট নওসাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কীপার মো. আমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লেখক, ওসমানী গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা সিনিয়র সাংবাদিক, মুহাম্মদ ফয়জুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, এডভোকেট নূরুদ্দীন আহমদ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, এ,এইচ, চৌধুরী সেলিম।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিমানবন্দরস্থ তিনটিলা জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা ফেরদৌস আলম জাহান। এছাড়া, গত শুক্রবার বিকেলে ওসমানী জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ’বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র সংক্ষিপ্ত জীবনী’ রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট : দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী’র ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের প্রতিষ্ঠাতা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খানের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ হলে এই আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মীর্জা জামাল পাশার সভাপতিত্বে ও মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ খানের পরিচালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউটের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মছদ্দর আলী, যুব উদ্যোক্তা ও সংগঠক মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সুহেল আহমদ, মো. সুমন, আসলাম খান স্বপন প্রমুখ।
বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ : বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে এমএজি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। দিনটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত হাফিজ আমির উদ্দীন (রহ) এতিমিয়া হাফিজিয়া মাদরাসা মেজরটিলার শিক্ষক-শিক্ষার্থী ও দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে হাফিজগণের নেতৃত্বে খতমে কোরআন, বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের পর বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়।
মিলাদপূর্ব আলোচনা সভায় বঙ্গবীর ওসমানীর জীবন ও কর্ম সম্পর্কে বক্তব্য রাখেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ও সিলেট সরকারি মহিলা কলেজের (অব.) অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, কারী আবুল লেইছ, মাওলানা আব্দুস সোবহান প্রমুখ। মিলাদ শেষে বঙ্গবীর এম.এ.জি ওসমানীর আত্মর মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শামসুল ইসলাম ভাদেশ্বরী।