চাঁদাবাজি মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা মাধব ৫ দিনের রিমান্ডে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ৩:২০:০০ অপরাহ্ন

ডাক ডেস্ক : নগরীর ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় মহানগর যুবদলের বহিষ্কৃত সহ-সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ চৌধুরী মাধবকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার শান্তিগঞ্জ উপজেলার দেবকোনা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জয়দ্বীপ চৌধুরী মাধব (৩৫) নগরীর দাঁড়িয়াপাড়ার অজিত চৌধুরীর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএমপি’র কোতয়ালী থানার ওসি জিয়াউল হক জানান, গ্রেফতার মাধবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সিলেট জেলা পরিষদের সামনের ফুটপাত থেকে কাজল মিয়া (৫০) নামের এক হকারকে জয়দ্বীপ চৌধুরীর নেতৃত্বে অপহরণ করে জিন্দাবাজারের সিতারা ম্যানশনে নিয়ে আসা হয়। সেখানে ছোরা দিয়ে ভয় দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করে এবং তাকে মারধর করা হয়। পরে তার কাছে আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনার প্রতিবাদে ওই দিন রাত ১০টার দিকে জিন্দাবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হকাররা। খবর পেয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে হকারদের শান্ত করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর ২ ঘণ্টার মাথায় রাত ১২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বহিষ্কার করা হয় যুবদল নেতা জয়দ্বীপ চৌধুরী মাধবকে।
চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় কাজল মিয়া বাদী হয়ে গত শনিবার কোতোয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।