কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৫, ৫:১৫:৫২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে হাসপাতালে নেয়ার কথা বলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালাইরাগ গ্রামের উত্তরে একটি বাগানে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ওই নারী দু’জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ দুই আসামীকে গ্রেফতার করেছে। তারা হলেন প্রদীপ দাস (৪৫) ও মো. আলা উদ্দিন (৩২)।
ভুক্তভোগী সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের সীমান্তবর্তী কালাইরাগ গ্রামে একটি অনুষ্ঠানে যান ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই নারী। এ সময় প্রদীপ ও আলাউদ্দিন ওই নারীর পিছু নেয়। তারা তাকে জানায় যে, তোমার মেয়ের জামাই ইয়াকুব আমাদের পাঠাইছে। তোমাকে হাসপাতালে নিয়ে যেতে বলেছে। কথামতো একটি ব্যাটারিচালিত অটোবাইকে উঠে বসেন ওই নারী। লম্পটরা তার মুখ চেপে ধরে ধলাই নদী তীরবর্তী একটি বাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এসময় চিৎকার শুনে শাহিন নামের এক ব্যক্তি এগিয়ে আসেন। তিনি তাকে উদ্ধার করে মেয়ের জামাই ইয়াকুবের বাড়িতে নিয়ে যান। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং গত রোববার রাত ১ টার দিকে অভিযান চালিয়ে প্রদীপ এবং আলাউদ্দিনকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ধর্ষণ মামলার দুই আসামীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটি তদন্তাধীন। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।