সিলেটে পৃথক স্থানে উপহার সামগ্রী বিতরণ
আমাদের রাজনীতি হোক দেশ ও গণমানুষের কল্যাণে : মুক্তাদির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৫:০৯:৩২ অপরাহ্ন

আমাদের রাজনীতি হোক দেশ ও মানুষের কল্যাণে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর পৃথক পৃথক স্থানে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরোও বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে এনে সুষ্ঠু গণতন্ত্রের দিকে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের বিদ্যমান অরাজক পরিস্থিতি গণমানুষের সে প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করবে। অযাচিত হামলা-মামলা, আইনশৃঙ্খলার অবনতি, নিষিদ্ধ সংগঠনের সদস্যদের উৎপাত, চোর-ডাকাতের উৎপাত সংশ্লিষ্টদের কার্যক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। দেশের শান্তিশৃঙ্খলা, মানুষের নিরাপত্তা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠান গুলোতে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নগরবাসীর পাশে রমজানের প্রথম দিন থেকে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাজ করে যাচ্ছে। আগামী ২০ রমজান পর্যন্ত আমাদের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ।
দুপুরে নগরীর বাগবাড়িতে মরহুম আব্দুল হান্নান খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর খান মিনারের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দেওয়ান তারেক চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল হাকিম, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সহ বন ও পরিবেশ সম্পাদক আলী আমজাদ, সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ লোকমান, সহ স্বেচ্ছ সেবক বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন শামীম, মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান সুমন, মহানগর যুবদল সহ সভাপতি প্রানেশ দেব, সোহেল মাহমুদ, মহানগর যুবদল এর যুগ্ম সম্পাদক কামরুল হোসেন হেলাল, মহানগর যুবদলের সহ সাধারন সম্পাদক আজিজ সাকি, মহানগর যুবদল সহ সাংগঠনিক সম্পাদক রনি চৌধুরী, মোস্তাকিম সানি প্রমুখ।
এদিকে বিকেলে নগরীর কাজিটুলায় ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল হাসান মঞ্জু’র সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন রুজেল এবং রুহুল আমিনের যৌথ পরিচালনায় প্রবাসী আব্দুল মান্নান মুন্না ও যুক্তরাজ্য বিএনপির নর্থ ইস্ট শাখার সভাপতি মন্সুর আহমেদ রুবেলের সার্বিক সহযোগিতায় ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ খাদ্যসমাগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি নুরুল মুমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, ১৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ প্রমুখ। -বিজ্ঞপ্তি