ধর্মপাশায় একটি খাল খননে ভাগ্য বদলেছে কয়েক হাজার কৃষকের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৫:৩০:৪২ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা ধর্মপাশা,সুনামগঞ্জ : ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তারই ধারাবাহিকতায় সারাদেশে পুকুর খাল উন্নয়ন প্রকল্পের আওতায় ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নের বড়ইআটি স্কুল হতে হলদির বিলের সংযোগ খালের ১ হাজার ১৭৯ মিটার খনন করায় ভাগ্য বদলে গেছে কয়েক হাজার কৃষকের। প্রায় ৪ হাজার একর পতিত জমি সেচের আওতায় এনে চাষাবাদের উপযোগী হয়েছে ।
উন্নয়ন প্রকল্পের আওতায় ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইআটি স্কুল হতে হলদির বিলের সংযোগ খালের মুখ পর্যন্ত ১ হাজার ১৭৯ মিটার খাল খনন না হওয়ায় পাইকুরাটি ইউনিয়নের প্রায় ১২টি গ্রামের চার হাজার ফসলি জমি সেচের অভাবে পতিত ছিল। বড়ইআটি খালটি খনন হওয়ায় কৃষকদের পতিত জমিগুলো এখন চাষাবাদের উপযোগী হয়েছে। খালটি খনন হওয়ায় তীরবর্তী কৃষকরা আনন্দিত।
এ ব্যাপারে পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন ইকবাল বলেন, জি ও বি (সারাদেশে পুকুর খাল উন্নয়ন প্রকল্পের) অর্থায়নে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার বারহাট্রা ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কয়েক হাজার কৃষক ওই খালের পানি দ্বারা তাদের ফসলি জমিতে সেচের সুব্যবস্থা হয়েছে। উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ্ আল মাসুদ তুষার বলেন, পরিত্যক্ত খালটি খনন করায় ফসলি জমিতে সেচের সুব্যবস্থা হয়েছে। অপর দিকে বর্ষা মৌসুমে নৌ যান চলাচলে জোরালো ভূমিকা রাখবে বলে আমার বিশ^াস।