জাতীয়তাবাদী বন্ধু প্লাটফর্ম সিলেট টু লন্ডন আয়োজিত মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী
দেশ গঠনে রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা অপরিসীম : কয়েস লোদী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৫, ২:৫৫:৩৭ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের সকল প্রয়োজনে প্রবাসীরা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। আমাদের প্রত্যেকটি দুর্যোগময় মুহূর্তে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। বিশেষ করে একটি দেশ গঠনে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমরা যখন প্রবাসে যাই আমাদের অত্যন্ত সম্মান প্রদান করেন তারা। কিন্তু তারা দেশে আসলে আমরা সেভাবে তাদেরকে সম্মান জানাতে পারিনা। তিনি প্রবাসীদের সম্মানে সংবর্ধনার আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
বৃহস্পতিবার নগরীর বারুতখানাস্থ একটি হোটেলে জাতীয়তাবাদী বন্ধু প্লাটফর্ম সিলেট টু লন্ডন আয়োজিত যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক কে আর জসিম-এর স্বদেশ আগমন উপলক্ষে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছেন। পাশাপাশি তারা সবসময় আমাদের সাহস প্রদান করেছেন।
যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হোসেনের সহযোগিতায় ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, আফজল উদ্দিন, মোতাহির আলী মাখন, যুগ্ম সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, সম্মানিত সদস্য মকবুল হোসেন, সাবেক ছাত্রনেতা মাছুম আলম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, মহানগর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইকবাল কামাল, সহ-অর্থ বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন রানা, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, মৎস্য বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, এম মখলিছ খান, মোশাহিদ আলী, ফয়েজ আহমদ শিপলু, হাবিবুর রহমান তজন, যুক্তরাজ্য প্রবাসী নুজুর আহদ, ২৬নং ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক ছালেহ আহমদ, ২৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাবেদুর রহমান দিদার, এম এ সিরাজ উদ্দিন, আব্দুল ওয়াহিদ, এনাম আহমদ, সদস্য জমির উদ্দিন, মঈন খান, ময়নুল ইসলাম ইমন, ফরহাদ আহমদ, আবু মোতাকাব্বির চৌধুরী সাকি, কামরুল ইসলাম নেছার, সারয়োর হোসেন বাদল প্রমুুখ। -বিজ্ঞপ্তি