ভোলাগঞ্জ বাংকারে পাথর উত্তোলন, ৩ জনকে কারাদন্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৫:৫৯:০৯ অপরাহ্ন

ডাক ডেস্ক ॥ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাংকার থেকে পাথর উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত থাকায় ৩ জনকে দুই বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আড়াই লক্ষ ফুট বালু ও পেলোডার জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আজিজুল, আলা উদ্দিন, শফিকুল ইসলাম নামের ৩ শ্রমিককে দুই বছর করে জেল ও ৫০টি নৌকা ধংস করা হয়। এর আগে উপজেলার তেলিখালে ২ লক্ষ ৫০ হাজার ফুট বালু ও একটি পেলোডার জব্দ করা হয়। এসময় একটি ট্রাকের কাগজপত্র সঠিক না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, এসআই আসিফ ইকবাল প্রমুখ।