বুধবার উদ্বোধনী ফ্লাইট ॥ বিমান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রধান অতিথি
সিলেট থেকে প্রথম হজ্ব ফ্লাইট যাচ্ছে মদিনায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ২:০৫:২৬ অপরাহ্ন

আনাস হাবিব কলিন্স :
সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী বুধবার। ওই দিন বিকেল ৫টা ২৫ মিনিটে ৪১৮ জন হজযাত্রী জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানযোগে মদিনা যাচ্ছেন। বিজি-২৩৭ ফ্লাইটটি ৫টা ২৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। এ উপলক্ষে বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার সিলেট থেকে সবমিলিয়ে ৫টি ফ্লাইট সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে। এর মধ্যে মদিনায় একটি এবং জেদ্দায় যাবে চারটি ফ্লাইট।
বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার সিলেটের ডাককে জানান, হজ ফ্লাইট উদ্বোধন উপলক্ষে ওই দিন বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুন নাসের খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেবেন। এছাড়া, বাংলাদেশ এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পাক-ভারত যুদ্ধকে কেন্দ্র করে ফ্লাইট পরিচালনায় উদ্বেগ উৎকন্ঠা থাকলেও দু’দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় স্বস্তি ফিরেছে হজযাত্রীদের মাঝে। তাছাড়া, পবিত্র হজ পালনে বাংলাদেশের হজযাত্রীদের সমস্যা নিরসনে ধর্ম মন্ত্রণালয় ‘লাব্বাইক’ অ্যাপ ও প্রিপেইড কার্ড চালু এবং রোমিং সুবিধা দেওয়ার পদক্ষেপ নিয়েছে।
হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট জোনের সভাপতি মো. আব্দুল হক ও সেক্রেটারী মো. আব্দুল কাদির জানিয়েছেন, হজ ফ্লাইটের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সম্প্রতি তারা হাব সিলেট জোনের দায়িত্বভার গ্রহণ করেছেন এই তথ্য জানিয়ে তারা বলেন, হাবের কার্যক্রম, প্রত্যাশাসহ সার্বিক বিষয়ে আজ সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
বিমানের সিলেট অফিস সূত্র জানায়, সিলেট অঞ্চলের হজযাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে এবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৫টি ফ্লাইটে ৪১৮ জন করে মোট ২ হাজার ৯০ জন হজযাত্রী পরিবহন করা হবে। প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন সম্পন্ন হলেও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমণকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।
বাকী চারটি হজ ফ্লাইটের শিডিউল হচ্ছে-আগামী ২৩ মে বিজি-২৩৫ বিকেল ৫টা ২৫ মিনিটে, ২৫ মে বিজি-৩৩১ বেলা ১টা ১৫ মিনিটে, ২৬ মে বিজি-২৩৫ বিকেল ৪টা ৪৫ মিনিটে এবং ২৯ মে বিজি-২৩৫ বিকেল ৪টা ৪৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।
এদিকে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানিয়েছেন, সিলেট থেকে হজযাত্রীদের হজ যাত্রা সহজ ও সুন্দর করতে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। আল্লাহর ঘরের মেহমানদের সেবার জন্য বিমানবন্দর সংশ্লিষ্টরা তৈরি রয়েছেন বলে জানান।
হাব এবং আটাব সিলেট জোনের নেতৃবৃন্দের সাথে আলাপ করে জানা গেছে, সিলেট অঞ্চল থেকে এবার ২ হাজার ৭শ জন হজযাত্রী রয়েছেন। এবারের হজ কোটা ব্যবস্থাপনায় এজেন্সিপ্রতি এক হাজার হজযাত্রী বেঁধে দেওয়ায় তারা চরম অস্বস্তির মধ্যে পড়েন। যার কারণে সম্মিলিতভাবে তিনটি লিড এজেন্সির মাধ্যমে সিলেটের হজযাত্রীদের নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন। এছাড়া, সিলেট থেকে সরকারিভাবে হজযাত্রী নিবন্ধনকারী হচ্ছেন ৩৩ জন।
প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাতে ঢাকা থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ৩১ মে পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন্য এবার হজে যাবেন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস্ হজের আগে ১১৮টি এবং হজের পরে ১০৯টি ফ্লাইট পরিচালনা করবে। হাজিদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আসবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই।