নগরীর কাষ্টঘর এলাকা থেকে ৬ ডাকাত গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ২:৪১:১৯ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেট নগরীর বন্দরবাজার কাষ্টঘর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ৩টায় সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পিছনে কয়েক জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ৬ জনকে গ্রেফতার করে। এছাড়া, আরো ৭/৮ জন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে বর্তমানে দক্ষিণ সুরমার কাস্তরাইল এলাকার বাসিন্দা মো. নাজিম উদ্দিন (২৭), সিলেট নগরীর পাঠানটুলা এলাকার শাহজান মিয়ার ছেলে কাউসার আহমদ (৩০), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের শামীম মিয়ার ছেলে বর্তমানে নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা রাজু মিয়া (২১), সিলেটের দক্ষিণ সুরমার সিলাম মাঝপাড়া গ্রামের হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ (২৬), নগরীর বেতেরবাজার এর কালাই মিয়ার ছেলে স্বপন আহমদ (২৫), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাজিতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে বর্তমানে কুমারপাড়া মইন মিয়ার কলোনীর বাসিন্দা সাগর মিয়া (৩০)।
এসমর তাদের থেকে ৪টি ধারালো চাকু, একটি রামদা ও একটি ধারালো লম্বা ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।