শাবিপ্রবি সড়কে ট্রাকের বেপরোয়া চলাচল, দুর্ঘটনার আশঙ্কা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ২:৪৭:০৮ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনের বেলা উন্নয়ন প্রকল্পের কাজে ব্যবহৃত মালবাহী ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে দুর্ঘটনার শঙ্কায় ভুগছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বর্তমানে একাধিক ভবনের নির্মাণকাজ চলমান। এসব নির্মাণ কাজে নির্মাণসামগ্রী পরিবহনের জন্য ট্রাকসহ ভারী মালবাহী যানবাহন ব্যবহৃত হচ্ছে। তবে এগুলো দিনের ব্যস্ত সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক দিয়ে চলাচল করায় শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কসমূহ মূলত শিক্ষার্থীদের হাঁটার পথ হিসেবেই ব্যবহৃত হয়। ফলে এসব সড়ক সর্বদা শিক্ষার্থী চলাচলে ব্যস্ত থাকে। ভারী যানবাহন চলাচলের কারণে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন।
এ বিষয়ে একাধিক শিক্ষার্থী উদ্বেগ প্রকাশ করেছেন। পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো রিফাত ইসলাম বলেন, ক্যাম্পাসে চলমান উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত যানবাহনগুলো ক্যাম্পাসের ভেতরে বেপরোয়া গতিতে চলাচল করছে। ট্রাক ড্রাইভাররা স্পিডব্রেকার এর তোয়াক্কা পর্যন্ত করেনা। সাথে বেপোরোয়া গতি ও টার্নিং, হাইড্রোলিক হর্ণ ব্যবহার তো আছেই। এসব কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের উচিত তাদেরকে সতর্ক করা। বিশেষ করে ক্যাম্পাসে প্রবেশ ও বের হবার সময় যেখান থেকে স্পিড ব্রেকার নেই সেই জায়গাতে স্পিড ব্রেকার মিটার বসিয়ে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি। দিনের বেলা ট্রাক চলাচল শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল হুসেন মামুন বলেন, ট্রাক চলাচলের সময় সড়কে মাটি পড়ে থাকছে। রোদের সময় তা ধুলায় পরিণত হয়, আর বৃষ্টির সময় কাঁদায়। এতে রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সচেতন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড সাইফুল ইসলাম। তিনি বলেন, দিনের বেলা ভারী যানবাহন চলাচল নিয়ে আমরাও চিন্তিত। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি বৈঠক আহ্বান করা হয়েছে।
ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে ট্রাকে পরিবহনের সময় মাটি বা নির্মাণসামগ্রী ঢেকে বহন করা হয়, যাতে সড়কে মাটি পড়ে না থাকে এবং দুর্ঘটনা এড়ানো যায়।