২ দিন ধরে নিখোঁজ প্রবীণ আলোকচিত্রী আতার ছেলে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ২:৪৯:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও দৈনিক সিলেট বাণীর প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার ২য় ছেলে মো. রেজাউর রহমান রনি দুইদিন ধরে নিখোঁজ রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৯ মে রাতে নগরীর মেন্দিবাগ (বাসা নম্বর ৬৩) থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় রনি। এর পর থেকে আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
জানা যায়, রনি একজন মানসিক ভারসাম্যহীন।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি রনির খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা মোবাইল ০১৭১১-৪৪৫৩৫৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।




