বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ১০ দফা দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৩:০৬:২৮ অপরাহ্ন

ডাক ডেস্ক : দেশের সকল ধরনের জ্বালানী তেল ব্যবসায়ী ও ট্যাংকলরী মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ ১০ দফা দাবি ঘোষণা করেছে। সম্প্রতি এসব দাবি ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক জুবায়ের আহাম্মেদ চৌধুরী জানান, তারা তাদের দাবি আদায়ে সোচ্চার রয়েছেন। দাবির পক্ষে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলেও জানান তিনি।
এসব দাবির মধ্যে রয়েছে- তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭% করা, সওজ অধিদপ্তরের ভূমির ইজারা মাশুল পূর্বের ন্যায় বহাল রাখা, পাম্পের সংযোগ সড়কের ইজারা প্রাপ্ত ভূমির নবায়নকালীন সময়ে ইজারা নবায়নের আবেদনের সাথে নির্ধারিত ইজারা মাশুলের পে-অর্ডার, সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী দপ্তরে জমা প্রদান করলে তার ইজারা নবায়ন বলে বিবেচিত হওয়ার বিধান রাখা, বিএসটিআই কর্তৃক পূর্বের ন্যায় শুধু ডিসপেন্সিং ইউনিট স্টেমপিং এবং পরিমাপ যাচাইয়ের কার্যক্রম পরিচালনা করবে এবং ফিস সমূহ পূর্বের ন্যায় করতে হবে। আন্ডার গ্রাউন্ট ট্যাংক কেলিবারেশন, ডিপ রড পরীক্ষণ ফিস এবং নিবন্ধন প্রথা বাতিল করতে হবে, যেহেতু পেট্রোল পাম্প কোন শিল্প নয়, কমিশন এজেন্টভিত্তিক ব্যবসা তাই পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বিআরসি কলকারখানা এবং ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে লাইসেন্স নিবন্ধন বিধান বাতিল করা, দেশের বিভিন্নস্থানে অননুমোদিত এবং অবৈধভাবে ঘরের মধ্যে এবং খোলা স্থানে যত্রতত্র মেশিন স্থাপন পূর্বক অবৈধভাবে জ্বালানী তেল বিক্রয় বন্ধ করা, বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রি বন্ধ করা, ট্যাংক লরী চালক সংকট থেকে উত্তরণে ট্যাংকলরী চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স ইস্যু সহজতর করা, গাড়ীর কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় যত্রতত্র ট্যাংকলরী থামনো যাবে না। তেলের ডিপু গেটে ট্যাংকলরীর কাগজপত্র পরীক্ষার সরকারি সিদ্ধান্ত বাস্তববায়ন করা এবং সকল ট্যাংকলরীর জন্য আন্তজেলা রুট পারমিট ইস্যু করতে করা।