বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আজিজুর রহমান আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৫, ৯:৫৯:১৫ অপরাহ্ন

ডাক ডেস্ক ॥ নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও লায়ন্স ইন্টারন্যাশনালের সাবেক জেলা গভর্নর অধ্যাপক ডা. আজিজুর রহমান আর নেই।
গতকাল সোমবার বিকেল ৩টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা গতকাল সোমবার বাদ এশা হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে লাশ দরগা কবরস্থানে দাফন করা হয়।
সিলেট নগরীর হাউজিং এস্টেটের বাসিন্দা,মরহুম ডা. আজিজুর রহমান ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ছাড়াও তিনি ছিলেন মৌলভীবাজার সমিতি সিলেট এর সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, নর্থইস্ট মেডিকেল কলেজ সিলেট ও সেন্ট্রাল ডেন্টাল কলেজ সিলেট এর অন্যতম পরিচালক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, সিলেট ডায়বেটিক সমিতি, আঞ্জুমানে মফিদুল ইসলাম সিলেট, লায়ন্স শিশু হাসপাতাল সিলেট, লায়ন্স চক্ষু হাসপাতাল সিলেট সহ অসংখ্য প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, গত ২৮ মার্চে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অ¦বস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। গতকাল তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।