সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট আজ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ৯:২৮:৫৩ অপরাহ্ন

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিকেল ৫টা ২৫ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-২৩৭) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে উড়াল দেবে।
এ উপলক্ষে বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুন নাসের খান ও সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেবেন। এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার সিলেটের ডাককে জানান, এবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৫টি ফ্লাইটে ৪১৮ জন করে মোট ২ হাজার ৯০ জন হজযাত্রী পরিবহন করা হবে।
প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। বাকি চারটি হজ ফ্লাইটের শিডিউল হচ্ছে-আগামী ২৩ মে বিজি-২৩৫ বিকেল ৫টা ২৫ মিনিটে, ২৫ মে বিজি-৩৩১ বেলা ১টা ১৫ মিনিটে, ২৬ মে বিজি-২৩৫ বিকেল ৪টা ৪৫ মিনিটে এবং ২৯ মে বিজি-২৩৫ বিকেল ৪টা ৪৫ মিনিটে।
হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট জোনের সভাপতি মো. আব্দুল হক ও সেক্রেটারি মো. আব্দুল কাদির জানিয়েছেন, সিলেট থেকে এবার হজে যাচ্ছেন ২ হাজার ৬৭৫ জন। এর মধ্যে ওসমানী বিমানবন্দর থেকে ৫টি ফ্লাইটে যাবেন ২ হাজার ৯০ জন হজযাত্রী। হজ ফ্লাইটের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তারা।