ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে সর্বদা কাজ করছে বিএনপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ১০:২৭:২৪ অপরাহ্ন

——– কয়েস লোদী
সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, মুসলিম সমাজে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মমর্যাদা ও ধর্মপ্রেম থেকেই তারা মসজিদ পরিচালনায় নিজেদের নিয়োজিত করেন। মসজিদগুলোতে এই তিন গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য লোক নিয়োগে আগ্রহ থাকলেও তাদের ন্যায্য চাহিদা ও প্রয়োজন পূরণে দেখা যায় চরম উদাসীনতা।
গতকাল মঙ্গলবার সিলেট মহানগর মার্কেট মসজিদ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পরিষদের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম, প্রচার সম্পাদক ক্বারি মাওলানা নুরুজ্জামান নুমানী, অর্থ সম্পাদক মাওলানা আশরাফুল আলম আল আজিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমেদ, সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, মৌলভী মোঃ কবির উদ্দীন চৌধুরী ও মাওলানা জাহেদ আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল করিম, ক্বারি কাওসার আহমেদ, মাওলানা শামিম আহমদ, মাওলানা ডাক্তার এইচ এম আলা উদ্দিন চৌধুরী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমিন, হাফিজ জামাল উদ্দিন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুঈনুল ইসলাম, মাওলানা গোলাম কিবরিয়া, হাফিজ আব্বাস উদ্দীন, মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।