মৌলভীবাজার জেলা বিএনপির বিশেষ সভা
নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণের অধিকার ফিরিয়ে দিন : ডা: জাহিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৬:৪২:৩৬ অপরাহ্ন

মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আজকে অনেকে সংস্কারের কথা বলে কিন্তু অতীতের দিকে তাকিয়ে দেখেন সংস্কারের দলই হচ্ছে বিএনপি। সংস্কার দিয়েই যার যাত্রা শুরু। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র এই দেশে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন। অর্থনৈতিক মুক্তির জন্য অর্থনীতির শৃঙ্খলা ও সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জনগণের অধিকার আদায়ের এই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্ট্রি ফর্ম অব গভর্নমেন্ট এটি অত্যন্ত বড় সংস্কার ছিল। ডা: জাহিদ বলেন, সংস্কারে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ কাম্য নয়। মানুষ দীর্ঘদিন থেকে তাদের অধিকার থেকে বঞ্চিত। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণের অধিকার ফিরিয়ে দিন।
গতকাল বুধবার দুপুরে শহরের বেঙ্গল কনভেনশন হলে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। যারা জনগণের পাশে থাকে তারা জনগণকে ফেলে পালিয়ে যায় না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শত বাধাবিপত্তির মুখেও দেশে থেকেছেন। নিজের অসুস্থতাকে গ্রহণ করেছেন। কিন্তু কোন ধরনের নতি স্বীকার করেন নাই। আপোস করেন নাই।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।