সুনামগঞ্জে খেলাফত মজলিসের কর্মিসমাবেশ
সামাজিক সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় খেলাফতভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ১:২২:১৯ অপরাহ্ন

খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী কাসেমী খোলাফায়ে রাশেদার আদর্শভিত্তিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, খেলাফতভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে সামাজিক সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এজন্য দলের কর্মীদের এ ব্যাপারে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে|
গতকাল বৃহস্পতিবার বাদ যোহর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে খেলাফত মজলিস সুনামগঞ্জ সদর উপজেলা,সুনামগঞ্জ পৌর ও বিশ্বম্ভরপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান।
সুনামগঞ্জ পৌর সভাপতি মাওলানা মুহাম্মদ আলী খান ও বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান,সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন,সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন,সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান,সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা ছদরুল আমীন,সিলেট জেলা সহ-সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ ফজর আলী, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন,যুক্তরাজ্য লুটন শাখার সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ -৪ সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমীরুল ইসলাম।
কর্মিসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন – সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা খলিল আহমদ, মোঃ মোস্তফা কামাল, সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু, মাওলানা আখতার হুসাইন আতিক, সাংগঠনিক সম্পাদক ও ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি ফারুক আহমদ জাবেদ, প্রশিক্ষণ সম্পাদক ও শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা আহবায়ক মাওলানা ফারুক আহমদ, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, মাওলানা আতাউল হক, হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, মাওলানা নূরুল ঈমান, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা আলী আকবর, মাওলানা সুহেল আহমদ চুনু, মাওলানা আলীম উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা জাকির হোসেন সাঈদ, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা হাবিবুর রহমান,হাফিজ মাওলানা আবু তালহা, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা ওয়াক্কাসুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম, আবু হাদি, মাওলানা সুহেল আহমদ, মাওলানা আইন উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ জহিরুল ইসলাম, মাওলানা শামীম আহমদ, মোঃ জহুরুল ইসলাম,ডা. আবুল খয়ের।-বিজ্ঞপ্তি