নিয়ম লঙ্ঘন করে কর্মসূচি পালনের অভিযোগ
শাবিপ্রবিতে সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ১:২৭:২৬ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকারীদের বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়ের শিকার হয়েছি, হত্যার শিকার হয়েছি। আগামীতে যেন আর কোনো অন্যায়ের শিকার না হই-সেজন্য আমরা ঐক্যবদ্ধ থাকব।”
গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। কর্মসূচিতে ছাত্রদল নেতা রাহাত জামান আরো বলেন, “আমাদের লজ্জা হওয়া উচিত যে প্রশাসন আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আমাদের ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং আমাদের শোকজ করার মতো জঘন্যতম কাজ করেছে। আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা আমাদের প্রতি সহানুভূতিশীল হন। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিন। যদি সাধারণ শিক্ষার্থীরা অনিরাপত্তায় ভোগে, তার দায় আপনাদের নিতে হবে।”
নিয়ম লঙ্ঘন করে কর্মসূচি পালন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোখলেছুর রহমান বলেন, “ছাত্রদল নিয়ম ভেঙে অনুমতি না নিয়ে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে। এজন্য আমরা তাদের শোকজ করেছি এবং তারা তার জবাবও দিয়েছে। কিন্তু এরপরও তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ নিয়ে আমরা জরুরি বৈঠক ডেকেছি। সব কিছু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হবে।” নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া তো কোন কিছু করা সম্ভব না।
নিয়মের তোয়াক্কা না করে বার বার কর্মসূচি পালনের ব্যপারে উপ-উপাচার্য ড. সাজেদুল করিমের কাছে কাছে জানতে চাইলে তিনি বলেন, কাউকে শোকজ করার পরও কর্মসূচি করা মানে তারা প্রশাসনকে চ্যালেঞ্জ দিচ্ছে। তবে অন্যান্য কাজ নিয়ে আমি ব্যস্ত থাকায় বৃহস্পতিবার কর্মসূচি নিয়ে অবগত নই। প্রক্টরও আমাকে এখনো কিছু জানায় নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রয়েছেন। আমি জানিনা তিনি এ ব্যাপারে অবগত হয়েছেন কি না। আমি বিস্তারিত জেনে পরবর্তীতে জানাবো।
একটি সূত্র জানায়, শাবি ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতি নিষিদ্ধ রয়েছে। কিন্তু, ছাত্রদল বার বার নিয়ম লঙ্ঘন করে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করছে । এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের শোকজ করলে, তা ‘জঘন্যতম কাজ’ বলে মন্তব্য করেছেন শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান।