গোলাপগঞ্জে পূর্ব বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙ্গনের হুমকির মুখে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ১২:১৫:৪৪ অপরাহ্ন

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংববাদাতা : গোলাপগঞ্জ উপজেলার পূর্ব বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত উপজেলার ঐতিহ্যবাহী পূর্বা বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সুরমা নদী ও তুড়ুকভাগ খালের ভাঙ্গনের শিকার হচ্ছে। ইতিমধ্যে বিদ্যালয়ের মাঠসহ ৭-৮ শতক ভূমি খালে বিলীন হয়ে গেছে।
বিদ্যালয়টিতে বর্তমানে দেড় শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। বিদ্যালয়ের পার্শ্বে অবস্থিত বাঘা ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবনটিও নদীর ভাঙ্গনের হুমকির মুখে। ইতিমধ্যে পূর্ব বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা বেগম, পানি উন্নয়ন বোর্ড সিলেট-এর নির্বাহী প্রকৌশলী বরাবর নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, আমি সরেজমিন দেখে এসেছি। দ্রুত পদক্ষেপ না নিলে বিদ্যালয়টি নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম জানান, নদী ভাঙ্গনের কবল থেকে বিদ্যালয়টি রক্ষার জন্য আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছি। এ ব্যাপারে স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ হাবিবুল্লাহ দস্তগীর চলতি বর্ষা মৌসুমেই বিদ্যালয়টি ও বাঘা ইউনিয়ন পরিষদ কার্যালয়টি রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।