নিজ প্রতিষ্ঠানে সফল অস্ত্রোপচার শেষে গৃহে ফিরছেন দানবীর রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ১২:৫৩:৩৩ অপরাহ্ন

ডাক ডেস্ক : নিজের প্রতিষ্ঠিত জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে সফল অস্ত্রোপচার শেষে সগৃহে ফিরছেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষক, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমন্ডলীর সভাপতি দানবীর ড. রাগীব আলী। চিকিৎসকরা জানান, গত কয়েক মাস থেকে তিনি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছিলেন। শতবর্ষী এই ব্যক্তিত্ব চাইলেই বিদেশের কোনো নামকরা হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারতেন। কিন্তু, দেশপ্রেমিক দানবীর ড. রাগীব আলী বিদেশে না গিয়ে দেশেই নিজের চিকিৎসা করালেন।
নিজের প্রতিষ্ঠিত সিলেটের প্রথম বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের স্বনামখ্যাত শল্যবিদ, বিশেষজ্ঞ ডাক্তার, সার্জারি বিভাগের প্রফেসর ডা. সায়েক আজিজ চৌধুরীর নিবিড় পরিচর্যায় থেকে দানবীর ড. রাগীব আলী চিকিৎসাসেবা গ্রহণ করলেন। শল্যচিকিৎসায় সিদ্ধহস্ত ও দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ জ্ঞানের আলোকে ডা. সায়েক আজিজ চৌধুরীর নেতৃত্বে একটি টিম গঠন করা হয়।
চিকিৎসরা জানান, শতবর্ষী রোগীকে সম্পূর্ণ অ্যানেস্থেসিয়া প্রদান করা একটা ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু, এ হাসপাতালের অ্যানেস্থেসিয়া টিমের দক্ষতায় সেই কাজটিও সুচারুভাবে সম্পন্ন হয়। অ্যানেস্থেসিয়া টিমের তত্ত্বাবধানে ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ-বিভাগের ইনচার্জ ডাক্তার মাহফুজুল ইসলাম চৌধুরী। এক পর্যায়ে প্রফেসর ডা. সায়েক আজিজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে দানবীর ড. রাগীব আলীর অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন, বাংলাদেশেও বিশ্ব মানের সুচিকিৎসা সম্ভব।
রাগীব-রাবেয়া হাসপাতালের একজন চিকিৎসক জানান, মহান আল্লাহপাকের অশেষ কৃপায়, দেশবাসীর দোয়ায় দানবীর ড. রাগীব আলী সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করেছেন। রাগীব- রাবেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এজন্য প্রফেসর ডা. সায়েক আজিজ চৌধুরীর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়। সেই সাথে তারা মহান আল্লাহপাকের দরবারে প্রার্থনা করেন, তিনি যেন দানবীর ড. রাগীব আলীকে দেশবাসীর কল্যাণে নিবেদিত থেকে তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহপাক যেন তাঁকে সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত দরাজ করেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দানবীর ড. রাগীব আলীকে অস্ত্রোপচারের জন্য রাগীব-রাবেয়া হাসপতালে ভর্তি করা হয়। বুধবার হাসপাতালে তাঁর অপারেশন হয়।