দিরাইয়ে মেম্বারের হুমকিতে বাড়িছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ১:৩২:০৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : দিরাইয়ে নিষিদ্ধ যুবলীগ নেতা, ইউনিয়ন মেম্বারের হুমকিতে এক ক্ষুদ্র ব্যবসায়ী বাড়িছাড়া রয়েছেন। এ ঘটনায় সুনামগঞ্জ পুলিশ সুপার বরাবরে গতকাল সোমবার লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার ৪ নম্বর চরনারচর ইউনিয়ন সদস্য খোকন কিবরিয়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসন থেকে বেশ কয়েকটি প্রকল্প এনে টাকা আত্মসাথের অভিযোগে রয়েছে। সেই অভিযোগে বেশ কয়েকবার তার প্রকল্প বাতিলও হয়েছে। গ্রামবাসীর পক্ষ থেকে এই অনিয়মের অভিযোগ করেন লৌলারচর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মোক্তার হোসেন। এ কারণে ওই খোকন মেম্বারের রোষানলে পড়েন মোক্তার। বর্তমানে প্রাণের ভয়ে তিনি বাড়িছাড়া রয়েছেন।
এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।