সিলেট জেলা কর আইনজীবী সমিতির মানববন্ধন
জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত নয়, টেকসই সংস্কার চাই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ১:৩৮:২২ অপরাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত নয়, টেকসই সংস্কারের দাবিকে সামনে রেখে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় মেন্দিবাগস্থ কর ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এম. শফিকুর রহমান, মৃত্যুঞ্জয় ধর ভোলা, মো. আবুল ফজল, সমর বিজয়ী সী শেখর, মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, মো. সফিকুল ইসলাম, সুব্রত কুমার রায়, মোহাম্মদ আজিজুর রহমান, কাউছার মাহমুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মওদুদ আহমদ, সৈয়দ আব্দুল হামিদ, সদরুল হাসান চৌধুরী, আ.স.ম মুবিনুল হক শাহীন, মোখলেছুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত নয়, টেকসই সংস্কার চাই। রাষ্ট্রপতি কর্র্তৃক গত ১২ মে, ২৪ নম্বর অধ্যাদেশ দ্বারা জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুইটি পৃথক বিভাগ করা হয়। ফলে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগে চলে যাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
বক্তারা আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি তৈরি করা হয়। সেই পরামর্শক কমিটি কর বিশেষজ্ঞ, সিভিল সোসাইটি, ব্যবসায়িক সমিতি, আইনজীবী, সাবেক কর কর্মকর্তাদের সাথে পরামর্শ করে একটি রিপোর্ট তৈরি করেন। তা অন্তবর্তীকালীন সরকারের কাছে প্রেরণ করেন। কিন্তু দুঃখের বিষয় হলো পরামর্শক কমিটির রিপোর্ট আমলে নেওয়া হয়নি। অংশীজনদের সাথে পরামর্শ না করে গোপনে, তাড়াহুড়া করে গভীর রাতে অধ্যাদেশ জারি করে জনমনে উৎকণ্ঠা তৈরি করেন।-বিজ্ঞপ্তি