বিশ্বনাথে স্কুলছাত্রীকে ১৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ১:০৮:১৮ অপরাহ্ন

বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথের জাগরণ উচ্চ বিদ্যালয়ের এক কিশোরী ছাত্রীকে অপহরণ করে সিলেট কোতোয়ালী থানার কাজিটুলা এলাকার একটি বাসায় ১৩ দিন ধরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রবিউল হক রায়হান (১৯) বিশ্বনাথ পৌরসভার বিদায় সুলপানি গ্রামের জহুরুল ইসলামের পুত্র।
বিশ্বনাথ থানায় ভিকটিম কিশোরী (১৭)’র মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’র ৭/৯(১) ধারায় বিশ্বনাথ থানায় দায়ের করা মামলা নম্বর ১৭ (তাং ৩০.০৫.২০২৫ইং)। বিশ্বনাথ থানায় দায়ের করা লিখিত এজাহারে বাদী উল্লেখ করেন, ভিকটিম কিশোরী উপজেলার সদর ইউনিয়নের জাগরণ উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
মামলার একমাত্র বিবাদী রবিউল হক রায়হান (১৯) বাদীর পার্শ্ববর্তী বাড়ির জনৈক হেলাল মিয়ার অধীনে প্রতিবেশী সাজুল মিয়ার বাড়িতে কাজের লোক হিসেবে নিয়োজিত ছিল। অভিযুক্ত রবিউল হক রায়হান একাধিকবার প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করলে পরিবার থেকে রবিউলকে নিষেধ ও সতর্ক করা হয়। এতে রবিউল হক রায়হান ক্ষিপ্ত হয়ে গত ১৮ মে সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের রাস্তা থেকে সুকৌশলে কিশোরীকে অপহরণ করে একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। কিশোরীর পরিবার খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারেন রায়হান কাজিটুলার (মক্তব পল্লী) জনৈক ফয়ছল আহমদ এর টিন শেডের ঘরে (বাসা নং ০৭-০৭) কিশোরীকে আটক করে রেখেছে।
বিষয়টি বিশ^নাথ থানাকে জানালে গত শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার এবং অভিযুক্ত রবিউল হক রায়হানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এসময় জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত রবিউল হক রায়হান ভিকটিমকে আটকে রেখে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেছে।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা সিলেট থেকে ভিকটিমকে উদ্ধার ও একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। গ্রেপ্তারকৃত রবিউল হক রায়হানকে আদালতে প্রেরণ করা হয়েছে।