সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
ভূমিখেকো চক্রের হুমকিতে দেশে ফিরতে পারছেন না যুক্তরাজ্য প্রবাসী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ১:১৬:৩২ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেট নগরের পশ্চিম পীর মহল্লার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া ভূমিখেকোদের হুমকিতে পরিবার নিয়ে দেশে ফিরতে পারছেন না। ওই চক্র তাকে ও তার পরিবারকে প্রাণে মারার হুমকি দিচ্ছে।
গতকাল শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন প্রবাসীর জামাতা মো. সুন্দর আলী।
তিনি অভিযোগ করেন, শাহপরাণ পীরেরবাজার আটগাঁও গ্রামের সহিদ আলীর ছেলে ইউনুস আলী, তার ভাই মো. লোকমান আলী, জগন্নাথপুরের কলকলী ইউনিয়নের সিদ্দেরপাশা গ্রামের আফরোজের ছেলে সাহিন মিয়া এবং পীরের বাজারের চৌবাহার হাতুরা এলাকার মৃত উমর আলীর ছেলে মো. আব্দুন নূর কাগজ জালিয়াতি করে প্রবাসী ফারুক মিয়ার জমি আত্মসাৎ করেছেন। সম্প্রতি ফারুক মিয়া দেশে আসতে চাইলে টেলিফোনে তাকে হুমকি দেওয়া হয়েছে। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় তিনি দেশে ফিরতে পারছেন না।
সুন্দর আলী বলেন, ৮ থেকে ১০ বছর আগে আসামিরা বাসা ভাড়া নেওয়ার সুবাদে ফারুক মিয়ার সাথে পরিচয় হয়। সেই পরিচয় থেকে বাসায় যাওয়া-আসা। তিনি অভিযোগ করেন, এই কুচক্রী মহলটি তাঁর শ^শুর প্রবাসী ফারুক মিয়ার সাথে সহযোগিতার নামে সম্পর্ক গড়ে তুলে। চক্রটি বিভিন্ন সময়ে ভূমির উন্নয়ন কাজের জন্য প্রবাসী ফারুক মিয়ার নিকট থেকে প্রায় ২ কোটি টাকা আত্নসাৎ করে। এক পর্যায়ে জাল জালিয়াতি করে ভূমির ২ বিঘা ইউনুস নিজের নামে রেজিস্ট্রি করে নেয়। ফারুক মিয়া জালিয়াতির বিষয়টি জানার পর ইউনুসকে জিজ্ঞাসা করলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণে মারার হুমকি দেয়।
সুন্দর আলী জানান, সম্প্রতি প্রবাসী ফারুক মিয়া দেশে আসতে চাইলে ইউনুসসহ ভূমিখেকো চক্রটি বিভিন্ন মাধ্যমে সরাসরি প্রাণে মারার হুমকি দেয়। জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি দেশে ফিরতে সাহস পাচ্ছেন না। প্রবাসীর জীবন ও সম্পত্তি রক্ষায় ভূমিখেকো চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি।