পানি বৃদ্ধি : সুনামগঞ্জে উদ্বিগ্ন নদী তীরের বাসিন্দারা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ১:৩৫:২৮ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, রক্তি, যাদুকাটাসহ সকল নদনদীর পানি। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানির চাপ সৃষ্টি হওয়ায় বন্যা আতঙ্কে উদ্বিগ্ন সংশ্লিষ্ট এলাকার মানুষজন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্ট দিয়ে ৯৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে, নদীর পানি এখনো বিপদসীমার মাত্র ৯৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে আগামী ৩ দিন সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলে ভারিবৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র। টানা বৃষ্টিপাতে নদনদীতে পানি বাড়ায় বন্যা আতঙ্ক রয়েছেন নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষজন। যেভাবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তা অব্যাহত থাকলে নিম্নাঞ্চলের সমতল এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। তাহিরপুর উপজেলার বড়দল গ্রামের সাদিকুর রহমান বলেন, পাহাড় থেকে ঢলের পানি এসে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করছে। পানি স্রোতে বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে। বৃষ্টি কোনোভাবেই থামছে না। এভাবে পানি বৃদ্ধি পেলে আমাদের ঘরবাড়ি ডুবে যেতে পারে।
সদর উপজেলা অক্ষয় নগরের আব্দুর রহিম বলেন, পাহাড়ি পানিতে ভয় হয়। পানি যেভাবে বাড়ছে বন্যা হতে পারে। আমরা সবাই আতঙ্কে রয়েছি। এদিকে নদনদীর পানি বৃদ্ধি পাওয়ার শঙ্কা থাকলেও জেলার হাওরে পানি ধারণ ক্ষমতা থাকায় এখনোই বন্যা পরিস্থিতির সম্ভাবনা দেখছেন না পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।
তিনি বলেন, উজানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী ৩ দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেভাবে বৃষ্টিপাত হচ্ছে তা অব্যাহত থাকলে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। তবে এখনই বন্যা পরিস্থিতি তৈরি হবে না বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আতঙ্কিত না হয়ে বন্যা প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।